Home / 16Dec / বিজয়ের মহোৎসব; রাঙিয়ে নিন প্রোফাইল পিকচার।

বিজয়ের মহোৎসব; রাঙিয়ে নিন প্রোফাইল পিকচার।

বিজয়ের ৪৫ বছর, লাল সবুজের মহোৎসবে আপনিও রাঙিয়ে নিতে পারেন আপনার ফেসবুক প্রোফাইল পিকচার।

ফেসবুক প্রোফাইল পিকচার রাঙিয়ে নিতে এখানে ক্লিক করুন

আগামী ১৬ ই ডিসেম্বর ২০১৬ ইং, বাংলাদেশের মহান বিজয়ের ৪৫ বছর। স্মরন করি এবং শ্রদ্ধা জানাই মহান সেই বীরশ্রেষ্ঠদের যারা ১৯৭১ সালের ২৫ শে মার্চ থেকে ১৬ ই ডিসেম্বর দীর্ঘ নয় মাস যুদ্ধ করে লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে বিশ্ব মানচিত্রে এনে দিয়েছে স্বাধীন একটি রাষ্ট্র, যার নাম বাংলাদেশ। মহান বিজয়ের এ মাসে আমরা মুক্তিযুদ্ধে শহীদ বীর সেনাদের রুহের মাগফেরাত কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by themekiller.com anime4online.com animextoon.com apk4phone.com tengag.com moviekillers.com